Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইনগত সহায়তার মাদারীপুর লিগ্যাল এইড এর সুবিচার চাই মর্মে স্থানীয় মাঠ কর্মি মোসা: লাভলি আক্তারের উদ্দিপনায় আজ ১২/১২/২০১৪ ইং তারিখ নাট্য অনুষ্টানের আয়োজন করেছে।
বিস্তারিত

গরীবদু:খির মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, এই অংগিকারে মাদারীপুর লিগ্যাল এইড বাকেরগঞ্জ উপজেলা সহ কয়েকটি ইউনিয়নের তাহাদের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তারই পরিপেক্ষিতে আজ দাড়িয়াল ইউনিয়নের কামারখালী আলহাজ্জ হযরত আল ডিগ্রী কলেজ মাঠে সুবিচার চাই, এবং ইউনিয়ন পরিষদ ৭৫,০০০/= টাকার মুল্যের নিছে মোকাদ্দমা চেয়ারম্যান সাহেবগন নিস্পত্তি করতে পারবেন। এবং গরীব অসহায় মানুষ যাতে তার ন্যায্য পাওনা থেকে চির তরে বঞ্চিত না হয়, এবং গরীব দু:খি সকলে ন্যায় বিচার পায় এই জন্য সুবিচার চাই মর্মে মঞ্চ নাটকের ব্যবস্থা করেন।

 

সাইদুর রহমান হাওলাদার

এম.এ, এল.এল.বি

৩নং দাড়িয়াল ইউনিয়ন

বাকেরগঞ্জ, বরিশাল।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/12/2014