Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাকেরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি ২০১৩ শুরু হয়েছে।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসুচি শুরু হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ এবং তথ্য নেয়ার জন্য তথ্য সংগ্রহকারী সমাজকর্মী প্রতিটি খানা এবং বাড়িতে যাবেন। তথ্য সংগ্রহকারী সমাজকর্মীকে প্রতিবন্ধিতা সংক্রান্ত তথ্য প্রদান করে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে সহযোগিতা করুন। প্রতিবন্ধী ব্যাক্তিদের তথ্য নিয়ে সরকারীভাবে ডাটাবেইজ তৈরি করা হবে এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিচয়পত্র প্রদানসহ সব ধরণের সুবিধা প্রদান করা হবে। প্রতিবন্ধীদের বিষয়ে তথ্য দিন দেশের উন্নয়নে অংশ নিন। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করুন। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ সফল করে তুলুন। 

 

বাকেরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি ২০১৩  সম্পন্ন করার নিমিত্ত তথ্য সংগ্রহের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ পর্যায়ে কর্মরত ইউনিয়ন সমাজকর্মীগণ গত ১ জুন ২০১৩ হতে ইউনিয়নাধীন প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং প্রতিটি বাড়ি’র দর্শনীয় স্থানে মার্কার কলম (পারম্যান্যান্ট মার্কার পেনদিয়ে চিহ্নিত করছেন, চিহ্নসমূহ হচ্ছে :

 

 

        যে বাড়িতে প্রতিবন্ধী আছে-P DDS-13, যে বাড়িতে প্রতিবন্ধী নেই- S’;

 

 

1.           প্রাথমিকভাবে কোনো কারণে জরিপ থেকে বাদপড়া প্রতিবন্ধী ব্যক্তিদেরকে পররবর্তীতে  চিহ্নিত করে জরিপভুক্ত করা হবে;

 

2.           উপজেলার প্রতিবন্ধীব্যক্তিদেরকে নির্ধারিত তারিখমত ডাক্তার/কনসালট্যান্ট কর্তৃক শনাক্তকরণের জন্য নির্ধারিত স্থানে/ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আনয়নের নিমিত্ত উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসার কর্তৃক স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কাজ করে এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম’এর সঙ্গে সম্পৃক্ত এই ধরনের ০৯ টি এনজিও নির্বাচন করা হয়েছে;

 

3.          নির্বাচিত এনজিওসমূহ নির্ধারিত তারিখমত জরিপকৃত ইউনিয়ন/ওয়ার্ড থেকে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও মাত্রা নিরূপণের জন্য নির্ধারিত স্থানে/প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নিয়ে আসবেন;

 

4.          স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ডাক্তার/প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট জরিপকৃত প্রতিবন্ধীব্যক্তিদের প্রতিবন্ধিতা শনাক্ত ও মাত্রা নিরপণ করবেন;

 

5.          অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটরগণ সংশিস্নষ্ট উপজেলার প্রতিবন্ধীব্যক্তির ছবি তোলা ও ডাটা এন্ট্রি’র কাজ সম্পন্ন করবেন।

ছবি
ডাউনলোড