Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নথি

ইউনিয়ন পরিষদ মামলার আরজী / নথী/ অভিযোগ সমূহ

 

বরাবর,

চেয়ারম্যান

৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

বাকেরগঞ্জ, বরিশাল।

 

 

বিষয়: জমিজমা সংক্রান্ত বিষয় মিমাংসা করন প্রসংঙ্গে।

 

 

     বাদীর নাম ও ঠিকানা                         বিবাদীগনের নাম ও ঠিকানা                       স্বাক্ষীসমূহ                         

1| আ: ছত্তার মৃধা                    1| মো: শাহআলম রাজা             1| বায়না চুক্তিপত্র।

পিং মৃত: ইমান উদ্দিন মৃধা      পিং মৃত: ফজলে করিম মুন্সি                    

গ্রাম: কাজলাকাঠী,ওয়ার্ড নং ০৮,  ২। আ: রাজ্জাক রাজা

   বাকেরগঞ্জ, বরিশাল।                   পিং হাসেম আলী রাজা   

                                                  ৩। মো: মিজানুর রহমান রাজা 

                                                      পিং আ: রাজাক রাজা  

                                         গ্রাম: কাজলাকাঠী,ওয়ার্ড নং ০৮

                                             বাকেরগঞ্জ, বরিশাল।      

gnvZœb,                                                                             

         সবিনয় বিনীত নিবেদন এই যে, উল্লেখিত বিবাদীপক্ষ আমার একই এলাকার লোক বটে। আমার দখলীয় জে,এল ১৩২, খাগড়া টুমচর এস,এ ১২৫, ১১৫, ১২৩ খতিয়ানের ২০৫,১৭৭ নং দাগের ১.০০ এক একর জমি করার ঘোষনা দিলে ১নং, ২নং বিবাদীপক্ষ সম্পত্তি ক্রয় করতে সম্মতি হই। স্বাক্ষীগনের সম্মুখে উপস্থিত থাকিয়া বিবাদীপক্ষ আমাকে নগদ ১৫,০০০/-(দশ হাজার) টাকা প্রদান করেন। বিবাদীদের সাথে একটি নন জুডিসিয়াল চ-৬৪৩৫৭৩৭ ষ্ট্যাম্পের মাধ্যমে লিখিত বায়না চুক্তি হয়। বিভিন্ন কারন বসত বিবাদীপক্ষ জমির দলিল রেজিষ্ট্রি করিয়া নিতে চায়, তা নাহলে টাকা ফেরত দিতে হবে মর্মে জানায়। আমি নিরুপায় হইয়া ধার কর্য্য করিয়া বিভিন্ন তারিখে বিবাদীগনকে টাকা পরিশোধ করি। তাহাতে দেখা যায় যে, আমার নেওয়া টাকার চেয়ে দ্বিগুনের বেশি টাকা দেওয়া হয়েছে এখনও তারা আমার কাছে টাকা দাবী করে আসছে। আমি বাজারে গেলে বিবাদীপক্ষ এবং তার বাহিনীর লোকজন আমাকে হেনাস্ত করার জন্য বিভিন্ন সময় টাকা দাবী করে,তাহাদের কথা না মানলে বাজারের মধ্যে আমাকে অপমান সহ ধস্তাধস্থি করে। ৩নং বিবাদী অত্র সংযুক্ত কাগজের লেখক এবং তাহার জবানবন্দি নেওয়ার দরকার আছে, তিনি সহ অন্যান্য স্বাক্ষীগনের হাজির হলে মুল ঘটনা সম্পর্কে অবহিত হওয়া যাবে।   পারিবারিক ও স্থানীয় ভাবে মিমাংসা করিতে ব্যর্থ হওয়া এবং গন্যমান্য ব্যক্তিবর্গগন চেয়ারম্যানেকে জানাতে উপদেশ বিধায় আপনার আদালতে মোকাদ্দমা দায়ের করা একান্ত আবশ্যক।

 

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন আমার কাছ থেকে টাকা বুঝিয়ে পেয়ে অন্যায় ভাবে পুন:রায় টাকা দাবী করা হইতে বিরত থাকা সহ অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ার সুন্দর ও সুষ্ট সমাধান পাইতে পারি তাহার বিহীত ব্যবস্থা দানে জনাবের একান্ত মর্জি হয়।

 

ইং তারিখ                                                                                                    নিবেদক,